অভিক সরকার সমীপেষু – Rai Das এর কলমে
কর্পোরেটের র্যাট রেসের ধ্রুবতারা এক র্যাট,
সাহিত্যের বাউন্সি পিচে ধরলেন এসে ব্যাট।
“মার্কেট ভিসিট” করে এসে পেলেন রেকগনিশন,
হলেন ভীষণ জনপ্রিয় লিখে “এবং ইনকুইজিশন”।
“চক্রসম্বরের পুঁথি” আর “পেতবথু” ফেলে দিল হইচই,
গালে হাত দিয়ে পাঠক বসে, আরো নতুন গল্প কই ।
দিলেন আবার উপহার, “শোধ“ আর “ভোগ”,
বাংলা ভাষার মুকুটে হল নতুন পালক যোগ ।
ছুটে চলল কলম তার, পেরিয়ে “খোঁড়া ভৈরবীর মাঠ”,
“মিত্তির বাড়ির গুপ্তধন” পাঠক লুটেপুটে করল পাঠ ।
জন্মদিনের বিশেষ দিনে, প্রনমি তোমায় ঝুঁকে,
পাঠিয়ে দিলাম ভার্চুয়ালি রঙিন ফুলের বুকে।
আজ জন্মদিনের এই শুভক্ষণে এই সময়ের বহুলচর্চিত, জনপ্রিয় সাহিত্যিক প্রবর শ্রী অভিক সরকার মহাশয়কে Boichoi পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা , প্রীতি ও অভিনন্দন 




