আতঙ্কে নয়, সতর্ক থাকুন, হোক এটাই বাঁচার মন্ত্র । একে অন্যের হাতে হাত রেখে, চলুক জীবনতন্ত্র ।।
মানুষে মানুষে হোক সদ্ভাব, সেবাপরায়নতাই কর্ম।বৈষম্য সব তফাতে রেখে ভালোবাসা হোক ধর্ম ।।
এইতো সময় এগিয়ে আসার, মৃত্যু মিছিলে মানুষ । প্রকৃতির রোষে অসহায় মোরা, জীবন যেন ফানুশ ।।
আসবে ঝড়, আসবে ঝাপটা, হবে ভেঙে চুরে সব ছারখার । শমনে না ডরে, নব উদ্দমে হবে কাহিনী লিখতে বাঁচবার ।।
রোজ রোজ আসে নতুন চ্যালেঞ্জ, জাগে অ্যাড্রিনালিন রাশ ।হারবোনা মোরা কিছুতেই জেনো, যতই নদীতে ভাসুক লাশ ।।
লড়াই টুকু রেখো জারি, বন্ধু ওটাই জোগাবে অক্সিজেন । একদিন সব ঠিক হয়ে যাবে, আবার ছুটবে লোকাল ট্রেন ।।
Visit us at www.boichoi.com
#boichoi [Image Courtesy: Indian Express]