Written by Rai Das | Follow us on Facebook – BoiChoi Page
দলিত সমাজের পাওয়া না পাওয়ার কথকতা নিয়ে জানতে আজই সংগ্রহ করুন বই , ঠিকানা একমাত্র Boichoi.com – https://boichoi.com/?product_cat=0&s=dalit&post_type=product
বাংলা বই এর বাজারে দলিত বা গান্ধিজির ভাষায় ‘হরিজন সমাজ’ নিয়ে আজ অবধি হওয়া কাজের সংখ্যা প্রায় অগুন্তি, কিন্তু দলিত সমাজ জীবনের এরকম পুঙ্খানুপুঙ্খ বিবরণ অসাধারন লেখনীর জাদুতে মুড়ে পরিবেশন করার মহান যজ্ঞে সামিল হওয়ার জন্য সর্বাগ্রে লেখক মহাশয় কে বিনম্র কুর্নিশ। সাহিত্যের পরিব্যাপ্তি লেখকের কঠোর পরিশ্রমের ইঙ্গিত বহন করে প্রতিটি ছত্রে, এক্ষেত্রেও তার ব্যাতিক্রম হয়নি। শিকারের গল্পের স্বার্থকথা শিকারীর বর্ণনায় যেমন বর্ণময় ঠিক তেমনি এক্ষেত্রেও লেখক নিজে দলিত সমাজের একজন হওয়ায় নিজের জীবনের অভিজ্ঞতাকে সার্থক ভাবে কলমজাত করেছেন অতিরঞ্জন ব্যাতিত রেখে। বর্ণভেদ প্রথার প্রতি বিরূপ ভাবাপন্ন্য হয়েও উচ্চবর্ণ শব্দটির প্রয়োগ করে বলছি, একজন উচ্চবর্ণের মানুষ বা (এক্ষেত্রে) লেখক কোন দলিতের প্রতি সহমর্মী হতেই পারেন বা তার লেখার মাধ্যমে তাকে সমবেদনা জানাতেই পারেন, কিন্তু আগ্নেয়গিরির ভেতরে বসবাসকারীর বয়ানে লাভার উত্তাপ এর বর্ণনা অনেক বেশী গ্রহণযোগ্য ।
সমস্ত সংস্কৃতি ভিত্তিক বই এই লিংকে – https://boichoi.com/…/bengali…/books-on-bengali-culture/*
Image Courtesy – Maps of India Website