??????? ?? ???????? ??????? – Rai Das
অধুনা বাংলা সাহিত্যের আকাশে জাজ্বল্যমান নক্ষত্রদের ভিড়ে উজ্জলতম নক্ষত্রদের মধ্যে একদম প্রথম সারিতেই যার নাম তিনি হলেন স্মরণজিৎ চক্রবর্তী। পেশায় আদতে ব্যবসায়ী এই বহুমুখী প্রতিভার আধারের আজ অব্দি প্রকাশিত বই এর সংখ্যা প্রায় চৌত্রিশ । তাঁর সহজ ভাষার ঠাসবুনোট জালে সাজানো দুষ্টু মিষ্টি প্রেমের গল্প পাঠক পাঠিকাদের পছন্দের তালিকার অগ্রভাগ দখল করে রাখে সর্বদা। তাঁর লেখা জোনাকিদের বাড়ি, আলোর গন্ধ, কম্পাস, বুদ্বুদ, পাতা ঝরার মরসুমে প্রভৃতি উপন্যাস পেয়েছে ক্রিটিকদের ভূয়সী প্রশংসা। শুধু বই এর পাতার চৌহদ্দিতেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি তিনি । সফলভাবে কাজ করেছেন স্ক্রিন প্লে রাইটার হিসেবেও ।
আজ তাঁর শুভ জন্মদিনে জানাই অন্তরের শ্রদ্ধা ও ভালোবাসা । আপনি ভীষণ ভীষণ ভাল থাকুন আর এভাবেই সমৃদ্ধ করুন আপনার ভক্ত কূলকে ।